অষ্টম শ্রেণী : পরিবেশ ও বিজ্ঞান | অধ্যায়: বল ও চাপ | WBBSE Class 8 Science | Questions & Answers ! অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় বল ও চাপ
অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান / অধ্যায় - ১
আমার সকল প্রিয় ছাত্র - ছাত্রী দের জন্য এই চ্যানেলটি খোলা । যাতে পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে তোমরা পারদর্শী হয়ে উঠতে পারো। আমি এখানে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান / অধ্যায় - ১ এর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর আমি দেবো , যেটা তোমাদের সকলের কাজে আসবে.
অষ্টম শ্রেণী : পরিবেশ ও বিজ্ঞান
অধ্যায়: বল ও চাপ
1. CGS পদ্ধতিতে বলের একক হল
(A) ডাইন
(B) পাউন্ডাল
(C) নিউটন
(D) কুলম্ব
উত্তর: (A) ডাইন
2. চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক মান
(A) কমে যায়
(B) বেড়ে যায়
(C) একই থাকে
(D) শূন্য হয়
উত্তর: (A) কমে যায়
3. একটি বস্তুকে মেঝেতে রেখে টানলে, টানের বিপরীত দিকে যে বল ক্রিয়া করে, তা হল ................ বলে
(A) মহাকর্ষ বল
(B) অভিকর্ষ বল
(C) ঘর্ষণ বল
(D) কোনোটিই নয়
উত্তর: (C) ঘর্ষণ বল
4. আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয়
(A) 90°
(B) 45°
(C) 30°
(D) 60°
উত্তর: (A) 90°
5. এক টুকরো বরফ যখন জলে ভাসে তখন তার আয়তনের কিরূপ পরিবর্তন হয়
(A) 1/12 অংশ জলে নিমজ্জিত থাকে
(B)5/12 অংশ জলে নিমজ্জিত থাকে
(C) 1/11 অংশ জলে নিমজ্জিত থাকে
(D) 11/12 অংশ জলে নিমজ্জিত থাকে
উত্তর: (D) 11/12 অংশ জলে নিমজ্জিত থাকে
6. পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ g হলে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে
(A) g/6
(B) g/2
(C) g
(D) 6/g
উত্তর: (A) g/6
7. বিকিরণ প্রণালীতে তাপ সঞ্চালনের সময় মাধ্যম-
(A) উত্তপ্ত হয়
(B) মাঝে মাঝে উত্তপ্ত হয়
(C) উত্তপ্ত হয় না
(D) শীতল হয়
উত্তর: (C) উত্তপ্ত হয় না
8. দুই প্রকার স্থির-তড়িতের নামকরণ করেন কোন বিজ্ঞানী
(A) কুলম্ব
(B) ফ্রাঙ্কলিন
(C) ফ্যারাডে
(D) নিউটন
উত্তর: (B) ফ্রাঙ্কলিন
9. জল জমে বরফে পরিণত হলে আয়তনের কিরূপ পরিবর্তন হবে
(A) কমে
(B) বাড়ে
(C) একই থাকে
(D) কোনোটিই নয়
উত্তর: (B) বাড়ে
10. বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাষ্পায়ন
(A) দ্রুত হয়
(B) ধীরে হয়
(C) একই থাকে
(D) কোনো পরিবর্তন হয় না
উত্তর: (B) ধীরে হয়
11. দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলে আকর্ষণ বলের মান পূর্বের মানের
(A) পাঁচগুণ হবে
(B) চারগুণ হবে
(C) সমান হবে
(D) অর্ধেক হবে
উত্তর: (C) সমান হবে
12. পরমাণুর কেন্দ্রকের চারপাশে ঘোরে কে
(A) ইলেকট্রন
(B) প্রোটন
(C) নিউট্রন
(D) নিউট্রন ও প্রোটন উভয়েই
উত্তর: (A) ইলেকট্রন
13. একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে গেলে বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হয়
(A) কমতে থাকে
(B) বাড়তে থাকে
(C) একই থাকে
(D) মাঝে মাঝে বাড়তে থাকে
উত্তর: (A) কমতে থাকে
14. সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি অপেক্ষাকৃত শিথিল থাকে
(A) রবারে
(B) কাঁচে
(C) কাঠে
(D) রুপোয়
উত্তর: (D) রুপোয়
15.ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক এর মান কত
(A) 0°F
(B) 100°F
(C) 32°F
(D) 212°F
উত্তর: (C) 32°F
16. সিসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক কি হয়
(A) বিশুদ্ধ সিসার গলনাঙ্কের সমান
(B) বিশুদ্ধ টিনের গলনাঙ্কের সমান
(C) উভয় এর গলনাঙ্কের থেকে কম
(D) উভয় এর গলনাঙ্কের থেকে বেশি
উত্তর: (C) উভয় এর গলনাঙ্কের থেকে কম
17.সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগের কি রকম পরিবর্তন ঘটে
(A) ক্রমশ কমে
(B) ক্রমশ বাড়ে
(C) সর্বদা একই থাকে
(D) প্রথমে কমে তারপরে বাড়ে
উত্তর: (B) ক্রমশ বাড়ে
18. সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে
(A) পরিবহণ পদ্ধতিতে
(B) পরিচলন পদ্ধতিতে
(C) বিকিরণ পদ্ধতিতে
উত্তর: (C) বিকিরণ পদ্ধতিতে
19. প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপতন কোণের মান হয় ............
(A) 45°
(B) 0°
(C) 90°
(D) 60°
উত্তর: (B) 0°
20. স্পর্শতল অমসৃণ হলে ঘর্ষণ বল কি হবে
(A)কমবে
(B) বাড়বে
(C) একই থাকবে
উত্তর: (B) বাড়বে

No comments:
Post a Comment