Top GK Questions/gk / জেনারেল নলেজ প্রশ্ন/ GENERAL KNOWLEDGE.
আমার সকল প্রিয় ছাত্র - ছাত্রী দের জন্য এই চ্যানেলটি খোলা । যাতে পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে তোমরা পারদর্শী হয়ে উঠতে পারো। আমি এখানে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর আমি দেবো , যেটা তোমাদের সকলের কাজে আসবে.
TOP 30 GK
1. স্মাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ব্যাডমিন্টন।
2 . সিজদা ও পাইবস কে প্রবর্তন করেন ?
উত্তরঃ গিয়াস উদ্দিন বলবন।
3 . ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে ?
উত্তরঃ ১৭নং ধারা।
4. "We shall make the settled fact
unsettled" কার উক্তি ?(WBCS-2006)
উঃ -সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
5 . ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে ?
উত্তরঃ ১৯নং ধারা।
6 . কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ বল্লাল সেন।
7. "আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা" কার উক্তি?(WBCS-2008)
উঃ- স্বামী বিবেকানন্দ
8 . আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তরঃ দিল্লীতে।
9. গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২১ কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ টোকিও, জাপান।
10. "ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক" কার আগমন উপলক্ষে গান্ধীজির এই উক্তি ?(WBCS-2001,2015)
উঃ-ক্রিবস্ মিশন
11. "স্বরাজ আমার জন্মগত অধিকার " কে বলেছিলেন ?(WBCS-2003,2005,2007,2012)
উঃ- বাল গঙ্গাধর তিলক
12. " বাংলার ঘরে যত ভাই-বোন এক হউক, হে ভগবান " কে লিখেছিলেন?(WBCS-2008)
উঃ-রবীন্দ্রনাথ ঠাকুর
13. "আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি"- বলেছিলেন?(WBCS-2007)
উঃ-লর্ড কার্জন
14. ডিবলিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ বাস্কেট বল।
15. "আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন" কে বলেছিলেন?(WBCS-2006)
উঃ-লর্ড কার্জন
16. "শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয় " উক্তিটি কার?(WBCS-2005)
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী
17. দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ শর্টপুট।
18. "মায়ের দেওয়া মোটা কাপড়, মাথায় তুলে নেরে ভাই " -কোন চরন কবি গেয়েছেন?(WBCS-2005)
উঃ-মুকুন্দ দাস
19. "We have nothing to fear but fear itself" উক্তিটি কার?(WBCS-2005)
উঃ-জওহরলাল নেহেরু
20. "রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো "সুলতানি যুগে একথা কে ঘোষনা করেছিলেন?(WBCS-2004)
উঃ-কবির
21. "Let a hundred flowers bloom" উক্তিটি কার?(WBCS-2001)
উঃ-মাও সে তুং
22. "আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়,তবে আমি অপরাধী " -এই উক্তিটি কার?(WBCS-2001,2005)
উঃ-অরবিন্দ ঘোষ
23. "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" কার রচনা?(WBCS-2005)
উঃ-রঙ্গলাল বন্দোপাধ্যায়
24. পৃথিবীর গভীরতম হ্রদ
কোনটি ?
উঃ- বৈকাল হ্রদ
25. রেনাল স্টোন রোগ কোন ভিটামিনের অভাবে
হয় ?
উঃ- ভিটামিন A
26 . কোন পশু থেকে
পশমিনা উল পাওয়া যায় ?
উঃ- হিমালয়ের ছাগল
27 . মগধের প্রথম রাজধানী
কোথায় ছিল ?
উঃ- রাজগৃহ
28. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
উঃ- ড : সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
29. উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে
কত বছর বয়স্ক হতে হয় ?
উঃ-
35 বছর
30 . রাজ্য মন্ত্রিসভার নেতা
বা প্রধান
কে ?
উঃ-মুখ্যমন্ত্রী
.jpeg)

No comments:
Post a Comment