Top GK Questions/gk / জেনারেল নলেজ প্রশ্ন/ GENERAL KNOWLEDGE
আমার সকল প্রিয় ছাত্র - ছাত্রী দের জন্য এই চ্যানেলটি খোলা । যাতে পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে তোমরা পারদর্শী হয়ে উঠতে পারো। আমি এখানে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর আমি দেবো , যেটা তোমাদের সকলের কাজে আসবে.
TOP 40 GK
1 .
HIV এর পুরো নাম কি ?
উত্তরঃ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস।
2 .
GST এর পুরো কথা কী ?
উত্তরঃ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স।
3. কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়েছিল ?
উত্তরঃ ১৯১১ সালে।
4 . ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ উমেশ চন্দ্র ব্যানার্জি।
5 . গান্ধিজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?
উত্তরঃ চম্পারণে।
6 . গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয় ?
উত্তরঃ পাকস্থলী।
7•আদি কংগ্রেসের সম্মেলনকে "তিন দিনের তামাসা " বলে কে উক্তি করেন?(WBCS-2001)
উঃ-অশ্বিনী কুমার দত্ত
8 . সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ?
উত্তরঃ ৩৫৬নং ধারা।
9. পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি ?
উত্তরঃ হিমালয়।
10. কফিতে কোন উপাদান থাকে ?
উত্তরঃ ক্যাফেইন।
11. সাবানের রাসায়নিক নাম কি?
উত্তরঃ সোডিয়াম স্টিয়ারেট।
12. মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ জুডো।
13. কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায় ?
উত্তরঃ ১৯২৮ সালে।
14. পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
15. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
উত্তরঃ ভিটামিন C এর অভাবে।
16. সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
উত্তরঃ ঢোল গোবিন্দ।
17. গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?
উত্তরঃ ক্লোরোপ্লাস্টে।
18. কে শকাব্দ প্রবর্তন করেন ?
উত্তরঃ কনিষ্ক।
19. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট।
20. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?
উত্তরঃ ভেগাস।
21. PVC পুরো নাম কি ?
উত্তরঃ পলিভিনাইল ক্লোরাইড।
22. বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঢাকাতে।
23. নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ তবলা।
24. ভরত ছেত্রি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।
25. সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করেছে ?
উত্তরঃ ৬১তম সংশোধনী।
26. ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ গঙ্গা।
27.
JFM এর পুরো নাম কি ?
উত্তরঃ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট।
28. ভারতের দীর্ঘতম সেতু কোনটি ?
উত্তরঃ বিহারের শোন নদীর সেতু।
29. ভারতের বৃহত্তম বিমান বন্দরের নাম কি ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।
30. ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি ?
উত্তরঃ থর মরুভূমি।
31. কে বলেছিলেন "কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়,তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে "?(WBCS-2011)
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী
32. ভারতের বৃহত্তম মসজিদ কোনটি ?
উত্তরঃ দিল্লীর জামা মসজিদ।
33. ভারতীয় সংবিধানের কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে ?
উত্তরঃ ৪০নং ধারায়।
34. 1857 সালের মহাবিদ্রোহকে "একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ " এই বলে কে অভিহিত করেন?(WBCS-2002)
উঃ-বিনায়ক দামোদর সাভারকর
35. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ বম্বে।
36. দীন-ই-ইলাহী ছিল "আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন " কে বলেছেন ?(WBCS-2004)
উঃ-V.A.Smith
37. অ্যাসিড আবিষ্কার হয় কত সালে ?
উত্তরঃ ১৯৮১ সালে।
38. সলবাইয়ের সন্ধি কত সালে হয় ?
উত্তরঃ ১৭৮২ সালে।
39. কুনিক উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ অজাতশত্রু ।
40. "সব লাল হো জায়েগা "-কার উক্তি?(WBCS-2004,2013)
উঃ-রঞ্জিত সিং


No comments:
Post a Comment