Top GK Questions /gk / জেনারেল নলেজ প্রশ্ন/ GENERAL KNOWLEDGE
আমার সকল প্রিয় ছাত্র - ছাত্রী দের জন্য এই চ্যানেলটি খোলা । যাতে পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে তোমরা পারদর্শী হয়ে উঠতে পারো। আমি এখানে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর আমি দেবো , যেটা তোমাদের সকলের কাজে আসবে.
TOP 40 GK
1. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয় ?
উত্তরঃ ১১২নং ধারা।
2. কানপুর কোন নদীর তীরে অবস্থিত?
উ: গঙ্গা নদীর তীরে।
3. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।
4. রেশনিং প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খিলজি।
5. বিশ্বের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ট্রেনের নাম কী?
উ :
Haramain ( সৌদি আরব)
6. সবচেয়ে ভারী গ্রহ কোনটি?
উ: বৃহস্পতি ।
7. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?
উত্তরঃ হিরাকুঁদ।
8. ' হুতোম প্যাঁচার নক্সা' কার লেখা?
উ: কালীপ্রসন্ন সিংহ
9. নেদারল্যান্ডের রাজধানীর নাম কি?
উ:
Amsterdam
10. বন্দে মাতরম কে লিখেছিলেন?
উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
11. Father of Economics কাকে বলা হয়?
উ: Adam
Smith
12. বিশাখাপত্তনম কোন রাজ্যে অবস্থিত?
উ: অন্ধ্রপ্রদেশ
13. "Women Entrepreneurship Platform" কীসের দ্বারা লঞ্চ করা হয়?
উ: নীতি আয়োগ ।
14. জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়?
উ: পাঞ্জাবে
15. সবচেয়ে ক্ষুদ্রতম পাখির নাম?
উ: হামিং বার্ড
16. ভাইরাস প্রথম কে চিহ্নিত করেন?
উ: এডওয়ার্ড জেনার
17•"পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমরা কুঠারাঘাত করি,ডালপালা গুলি নিজের থেকেই খসে পড়বে "-এটি কার উক্তি?(WBCS-2002)
উঃ-প্রথম বাজীরাও
18. ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি?
উ: ভারতরত্ন
19. ' সদগতি ' ছবিটির পরিচালক কে?
উ: সত্যজিৎ রায়
20. ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি?
উ: মেহেরগড় সভ্যতা
21. Samsung এর CEO কে?
উ: Kinam
kim
22. জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে?
উ: Gita
Mittal . (Credit - Parashuna)
23. "World Birds Day" কবে পালন করা হয়?
উ: 13th
October .
24. ভারতের জাতীয় পশুর বিজ্ঞান সম্মত নাম কী?
উ: প্যানথেরা টাইগ্রিস
25. 'ডেভিস কাপ' কোন খেলার সঙ্গে যুক্ত?
উ: লন টেনিস।
26. HDI কে জারি করেন?
উ: UNDP
27 . কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
উত্তরঃ ভিটামিন A এর অভাবে।
28. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক।
29. রাজ্যসভার সদস্যের কার্যকাল মেয়াদ কত বছর ?
উত্তরঃ ছয় বছর।
30 . URL এর পুরো নাম কি ?
উত্তরঃ ইউনিফর্ম লোকেটর।
31. On The Black Hill বইয়ের লেখক কে?
উ: Bruce
Chatwin (1982)
32. ভারতের ম্যানচেস্টার কাকে বলে?
উ: আমেদাবাদ
33. ভারতের দীর্ঘতম খাল কোনটি ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী ক্যানেল।
34. কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?
উত্তরঃ ১৮৫৬ সালে।
35. অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি?
উ:
Canberra
36. স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।
37. সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ ইউরেনাসকে।
38. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?
উত্তরঃ টেকচাঁদ ঠাকুর।
39. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ লালা হরদয়াল।
40 . কে শকারি উপাধি গ্রহণ করেন ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।


No comments:
Post a Comment