Top GK Questions/gk / জেনারেল নলেজ প্রশ্ন/ GENERAL KNOWLEDGE/PART 6 - MATH & SCIENCE PEPAR SOLVE
Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Monday, June 3, 2024

Top GK Questions/gk / জেনারেল নলেজ প্রশ্ন/ GENERAL KNOWLEDGE/PART 6

 Top GK Questions /gk / জেনারেল নলেজ প্রশ্ন/ GENERAL KNOWLEDGE


আমার সকল প্রিয় ছাত্র - ছাত্রী দের জন্য এই চ্যানেলটি খোলা । যাতে পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে তোমরা পারদর্শী হয়ে উঠতে পারো। আমি এখানে তোমাদের জন্য কিছু  গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর আমি দেবো , যেটা তোমাদের সকলের কাজে আসবে.

TOP 40 GK


1.  ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয় ?

উত্তরঃ ১১২নং ধারা।

 

2.  কানপুর কোন নদীর তীরে অবস্থিত?

গঙ্গা নদীর তীরে।

 

3.  বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তরঃ হকি।

 

4.  রেশনিং প্রথা কে প্রবর্তন করেন ?

উত্তরঃ আলাউদ্দিন খিলজি।

 

5.  বিশ্বের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ট্রেনের নাম কী?

 : Haramain ( সৌদি আরব)

 

6.  সবচেয়ে ভারী গ্রহ কোনটি?

বৃহস্পতি 

 

7. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?

উত্তরঃ হিরাকুঁদ।

 

8. ' হুতোম প্যাঁচার নক্সাকার লেখা?

কালীপ্রসন্ন সিংহ

 

9.  নেদারল্যান্ডের রাজধানীর নাম কি?

: Amsterdam

 10.  বন্দে মাতরম কে লিখেছিলেন?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

11.  Father of Economics কাকে বলা হয়?

: Adam Smith

 

12.  বিশাখাপত্তনম কোন রাজ্যে অবস্থিত?

অন্ধ্রপ্রদেশ

 

13.  "Women Entrepreneurship Platform" কীসের দ্বারা লঞ্চ করা হয়?

:  নীতি আয়োগ 

 

14.  জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়?

পাঞ্জাবে

 

15.  সবচেয়ে ক্ষুদ্রতম পাখির নাম?

হামিং বার্ড

 

16.  ভাইরাস প্রথম কে চিহ্নিত করেন?

এডওয়ার্ড জেনার

 

17•"পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমরা কুঠারাঘাত করি,ডালপালা গুলি নিজের থেকেই খসে পড়বে "-এটি কার উক্তি?(WBCS-2002)

উঃ-প্রথম বাজীরাও

 

18.  ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি?

ভারতরত্ন

19.  ' সদগতি '  ছবিটির পরিচালক কে?

সত্যজিৎ রায়

20.  ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি?

মেহেরগড়  সভ্যতা

21.  Samsung এর CEO কে?

: Kinam kim

22.  জম্মু  কাশ্মীর হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে?

: Gita Mittal . (Credit - Parashuna)

23.  "World Birds Day" কবে পালন করা হয়?

: 13th October .

 

24.  ভারতের জাতীয় পশুর বিজ্ঞান সম্মত নাম কী?

প্যানথেরা টাইগ্রিস

25.  'ডেভিস কাপ'  কোন খেলার সঙ্গে যুক্ত?

 লন টেনিস।

26.  HDI কে জারি করেন?

: UNDP

 

27 . কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?

উত্তরঃ ভিটামিন A এর অভাবে।

 

28. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উত্তরঃ কর্ণাটক।

 

29.  রাজ্যসভার সদস্যের কার্যকাল মেয়াদ কত বছর ?

উত্তরঃ ছয় বছর।

 

30 . URL এর পুরো নাম কি ?

উত্তরঃ ইউনিফর্ম লোকেটর।

 

31.  On The Black Hill বইয়ের লেখক কে?

: Bruce Chatwin (1982)

 

32.  ভারতের ম্যানচেস্টার কাকে বলে?

:  আমেদাবাদ

 

33.  ভারতের দীর্ঘতম খাল কোনটি ?

উত্তরঃ ইন্দিরা গান্ধী ক্যানেল।

 

34.  কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?

উত্তরঃ ১৮৫৬ সালে।  

 

35.  অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি?

: Canberra

 

36.  স্বাধীন ভারতের প্রথম  শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তরঃ চক্রবর্তী রাজা গোপালাচারী। 


37.  সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?

উত্তরঃ ইউরেনাসকে।

 

38.  প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?

উত্তরঃ টেকচাঁদ ঠাকুর।

 

 

39. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ? 

উত্তরঃ লালা হরদয়াল।

 

40 কে শকারি উপাধি গ্রহণ করেন ?

উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot