TOP 40 SCIENCE GK Questions - MATH & SCIENCE PEPAR SOLVE
Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Monday, June 3, 2024

TOP 40 SCIENCE GK Questions

  Top GK Questions/gk / জেনারেল নলেজ প্রশ্ন/ GENERAL KNOWLEDGE


আমার সকল প্রিয় ছাত্র - ছাত্রী দের জন্য এই চ্যানেলটি খোলা । যাতে পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে তোমরা পারদর্শী হয়ে উঠতে পারো। আমি এখানে তোমাদের জন্য কিছু  গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর আমি দেবো , যেটা তোমাদের সকলের কাজে আসবে.

TOP 40 SCIENCE GK



1.  রক্তে শর্করার পরিমান বৃদ্ধির হারকে কি বলে?

উত্তরঃ হাইপারগ্লাইসিমিয়া।

 

2.  রক্তে শর্করার পরিমান বৃদ্ধিজনিত রোগকে কি বলে?

উত্তরঃ ডায়াবেটিস মেলিটাস।

 

3.  কোন রোগের ওপর নাম Big C ?

উত্তরঃ ক্যানসার।

 

4.  কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়?

উত্তরঃ ADH

 

5.  SI পদ্ধতিতে তাপের একক কি?

উত্তরঃ কেলভিন।

 

6.  PV = RT সমীকরণ মেনে চলে যে গ্যাসগুলি তাদের কি বলে?

উত্তরঃ আদর্শ গ্যাস।

 

7.  সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে?

উত্তরঃ বিউটেন।

 

8.  LPG কিসের মিশ্রণ?

উত্তরঃ বিউটেন  প্রোপেন।

 

9.  কোন বর্ণের আলোকে সালোকসংশ্লেষ বন্ধ হয়?

উত্তরঃ সবুজ বর্ণের আলোয়।

 

10.  অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী?

উত্তরঃ সুপ্রারেনাল গ্রন্থি।

 

11.  মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?

উত্তরঃ 8/10 মিঃ।

 

12.  জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয়?

উত্তরঃ যকৃতে।

 

13.  রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়?

উত্তরঃ জীবাশ্মের বয়স নির্ণয়ে।

 

14.  যৌন ক্রোমোজোম ছাড়া অন্য 44 টি ক্রোমোজোমকে কি বলে?

উত্তরঃ অটোজোম।

 

15.  কাকে রাসায়নিক দূত বলা হয়?

উত্তরঃ হরমোনকে।

 

16.  মিউটেশম তত্বের প্রবক্তা কে?

উত্তরঃ দ্য ভ্রিস।

 

17.  রক্ত তঞ্চনের সময়সীমা কত?

উত্তরঃ 3 থেকে 7 মিনিট।

 

18.  ছত্রাকে কোন জাতীয় পুষ্টি দেখা যায়?

উত্তরঃ মৃতজীবী।

 

19.  মানবদেহে সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি কোনটি?

উত্তরঃ লিভার।

 

20.  চার্লস ডারউইন কোন বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন?

উত্তরঃ প্রাকৃতিক নির্বাচনবাদ।

21.  গরুর দুধে হালকা হলুদ বর্ণের হয় এর কারণ কী?

উত্তরঃ রাইবোফ্লোবিন থাকে।

 

22.  কোন বিভাগের রক্তকে সার্বিকদাতা বলে?

উত্তরঃ O

 

23.  কোন মশা Yellow Fever এর বাহক?

উত্তরঃ এডিস মশা।

 

24.  কোনও শিশুর 14 বছর বয়স পর্যন্ত বৃদ্ধিতে কোন জিনিসের গুরুত্ব সর্বাধিক দেখা যায়?

উত্তরঃ প্রোটিন।

 

25.  কোনও শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা?

উত্তরঃ পিতার ক্রোমোজোম দ্বারা।

 

26.  মানবদেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয়?

উত্তরঃ ভিটামিন D

 

27 .  রক্তে জলের পরিমান কত

উত্তরঃ 91.92%

 

28 .  100 CC রক্তে মানবদেহে হিমোগ্লোবিনের পরিমান কত?

উত্তরঃ 14. 5 gm.

 

29.  পতঙ্গদের কত জোড়া পা আছে?

উত্তরঃ 3 জোড়া।

 

30 .  মূত্রের রং হলুদ হয় কিসের উপস্থিতিতে?

উত্তরঃ বিলিরুবিন।

 

31 .  মানুষের লোহিত কণিকার আয়ু কত?

উত্তরঃ 120 দিন।

 

32.  কোন রোগের অপর নাম Slim Disease?

উত্তরঃ AIDS

 

33 .  মানবদেহের কোন অঙ্গকে Mirror of Disease বলা হয়?

উত্তরঃ জিহবা ...

 

34 .  বিড়াল কোন স্বাদ গ্রহণ করতে অপারগ?

উত্তরঃ মিষ্টি।

 

35 .  কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে?

উত্তরঃ ভিটামিন B

 

36 .  কোন রোগের জন্য BCG টিকা দেওয়া হয়?

উত্তরঃ যক্ষারোগ।

 

37.  ভিটামিন শব্দটি কে প্রথম ব্যাবহার করেন?

উত্তরঃ বিজ্ঞানী ফ্রাঙ্ক।


38 . সাবানের রাসায়নিক নাম কি?

উত্তরঃ সোডিয়াম স্টিয়ারেট। 


39.  ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?

উত্তরঃ ইথিলিন।


40.  কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?

উত্তরঃ বেগুনি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot