TOP 30 SCIENCE GK Questions - MATH & SCIENCE PEPAR SOLVE
Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Monday, June 3, 2024

TOP 30 SCIENCE GK Questions

   Top GK Questions/gk / জেনারেল নলেজ প্রশ্ন/ GENERAL KNOWLEDGE


আমার সকল প্রিয় ছাত্র - ছাত্রী দের জন্য এই চ্যানেলটি খোলা । যাতে পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে তোমরা পারদর্শী হয়ে উঠতে পারো। আমি এখানে তোমাদের জন্য কিছু  গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর আমি দেবো , যেটা তোমাদের সকলের কাজে আসবে.

TOP 30 SCIENCE GK


1. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?

উত্তরঃ ভিটামিন A এর অভাবে।

 

2. পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি ?

উত্তরঃ হিমালয়।

 

3. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?

উত্তরঃ ভেগাস।

 

4গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয় ?

উত্তরঃ পাকস্থলী। 

 

5কফিতে কোন উপাদান থাকে ?

উত্তরঃ ক্যাফেইন। 

 

6সাবানের রাসায়নিক নাম কি?

উত্তরঃ সোডিয়াম স্টিয়ারেট। 

 

7কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?

উত্তরঃ ভিটামিন C এর অভাবে।

 

8গ্রানা  স্ট্রোমা কোথায় থাকে ?

উত্তরঃ ক্লোরোপ্লাস্টে।

 

9. PVC পুরো নাম কি ?

উত্তরঃ পলিভিনাইল ক্লোরাইড।

 

10. HIV এর পুরো নাম কি ?

উত্তরঃ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস।

 

11. কোন রাজ্য সরকার বিবাহের পূর্বে AIDS Test  বাধ্যতামূলক করেছেন?

উত্তরঃ বিহার।

 

12.  প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?

উত্তরঃ প্যাসটিউরেল্লা পেসটিস।

 

13.  দেহের সবচেয়ে বড় পেশি কোনটি?

উত্তরঃ সারটোরিয়াম (উরুতে থাকে)

 

14.  মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়?

উত্তরঃ শর্করা।

 

15.  কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?

উত্তরঃ বেগুনি। সবচেয়ে কম লাল।

 

16.  স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু কি?

উত্তরঃ গ্যালিয়াম।

 

17.  সবচেয়ে হালকা গ্যাস কোনটি?

উত্তরঃ হাইড্রোজেন।

 

18.  উদ্ভিদের বৃদ্ধির হার কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়?

উত্তরঃ আর্ক ইন্ডিকেটর।

 

19.  রক্তে বিলিরুবিন পরিমান বেশি হলে কোন রোগ হয়?

উত্তরঃ জন্ডিস।

 

20.  উদ্ভিদের কোশপ্রাচীর স্থূল হয় কি সঞ্চিত হওয়ার ফলে?

উত্তরঃ সেলুলোজপেকটিনলিগনিন।

 

21.  কিসের সাহায্যে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়?

উত্তরঃ বৃদ্ধিবলয়বর্ষবলয়।

 

22.  পুংগ্যামেট  স্ত্রীগ্যামেটের মিলন পদ্ধতিকে কি বলে?

উত্তরঃ নিষেক।

 

23.  নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলে?

উত্তরঃ জাইগেট।

 

24.  সমআয়তন  সমপ্রকৃতির জননকোশের মিলনকে কী বলে?

উত্তরঃ আইসোগ্যামি।

 

25.  শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?

উত্তরঃ স্পার্মাটোজেনেসিস।

 

26.  ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?

উত্তরঃ উজেনেসিস।

 

27.  ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?

উত্তরঃ ইথিলিন।

 

28.  অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়?

উত্তরঃ বিটা।

 

29.  অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়?

উত্তরঃ আলফা।

 

30.  প্রতি 100 ml. রক্তে শর্করার স্বাভাবিক পরিমান কত?

উত্তরঃ 80-120 mg

 


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot