TOP 20 GK Questions
আমার সকল প্রিয় ছাত্র - ছাত্রী দের জন্য এই চ্যানেলটি খোলা । যাতে পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে তোমরা পারদর্শী হয়ে উঠতে পারো। আমি এখানে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর আমি দেবো , যেটা তোমাদের সকলের কাজে আসবে
TOP 20 GK
1. কোন রাজ্য সরকার 'যশ ভারতী পুরস্কার' প্রদান করে?
উত্তর ::উত্তরপ্রদেশ সরকার
2. I.S.R.O এর পুরোনাম কি?
উত্তর :: Indian Space Research Organisation
3. .এই মুহূর্তে কতগুলি দেশ নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপে আছে?
উত্তর :: 48 টি দেশ
4.অক্ষাংশ ও দ্রাঘিমার ছেদ বিন্দুর সাহায্যে কি নির্ণয় করা হয়?
উত্তর ::কোনো স্থানের অবস্থান
5.কোন রাজ্য সর্বপ্রথম “Happiness Department” খুলেছে ?
উত্তর ::মধ্যপ্রদেশ
6. 2017 সালের গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট কোন দেশে অনুষ্ঠিত হব?
উত্তর ::ভারত
7 .ভারতের কোন রাজ্য সরকার জলসম্পদ পরিকল্পনা বিষয়ে'ইসরো' এর সঙ্গে একটি MOU চুক্তি স্বাক্ষর করে?
উত্তর :: তেলেঙ্গানা সরকার
8 . রেলওয়ে বোর্ড গত সালে গঠিত হয়?
উত্তর :: 1905সালে
9 .ভিটামিন C এর বৈজ্ঞানিক নাম কী?
উত্তর ::আসকরবিক আসিড
10. পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কি?
উত্তর :: রাফলেশিয়া
11. বড় আন্দামান ও ছোট আন্দামান মাঝে কোন প্রণালী অবস্থিত ?
উত্তর :: ডানকান প্রণালী
12 .মাদার টেরিজা কত সালে 'ভারতরত্ন' পান ?
উত্তর ::1980সালে
13 .বাংলার সর্বোচ্চ সম্মান "বঙ্গবিভূষণ " কে পেতে চলেছেন ?
উত্তর ::লতা মঙ্গেশকর
14. মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি?
উত্তর : স্টেপিস
15."হিন্দু প্যাট্রিয়ট" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর :: হরিশচন্দ্র মুখার্জি
16. ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়?
উত্তর :: মাদাম কামা
17.মানবদেহে কোষের আবিষ্কারক কে?
উত্তর ::রবার্ট হুক
18.মেমোরির ক্ষুদ্রতম একক কি?
উত্তর :: বিট
19 .সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত?
উত্তর :: খাদ্যশস্য
20. ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর :: 1770 খ্রিস্টাব্দে


No comments:
Post a Comment