Koshe dekhi 2.1 Class 7 Solution/অনুপাত/class 7 mathematics/koshe dekhi 2.1 /Class VII/Class 7 math/ অনুপাত - MATH & SCIENCE PEPAR SOLVE
Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Friday, May 24, 2024

Koshe dekhi 2.1 Class 7 Solution/অনুপাত/class 7 mathematics/koshe dekhi 2.1 /Class VII/Class 7 math/ অনুপাত

Koshe dekhi 2.1 Class 7 Solution/ অনুপাত/Class 7 mathematics/koshe dekhi 2.1 /Class VII/Class 7 math


 Class VII Mathematics

অনুপাত

কষে দেখি –2.1 

1. 1 কিগ্রা. চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা. ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি।


সমাধানঃ


1 কিগ্রা. চালের দাম : 1 কিগ্রা. ডালের দাম


= 40 : 100


= 4:10


= 2 : 5 


2. 

`\angle BAC : \angle ABC : \angle ACB` = কত ?



সমাধানঃ


`\angle BAC : \angle ABC : \angle ACB`


= `60^{0} : 50^{0} :70^{0}`


= 6 : 5: 7


3. 1টি পেনসিলের দাম 3 টাকা ও 1টি লজেন্সের দাম 50 পয়সা। 1টি পেনসিল ও 1টি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি।


সমাধানঃ


1টি পেনসিলের দাম : 1টি লজেন্সের দাম 

= 3 টাকা : 50 পয়সা 

= (3 × 100) পয়সা : 50 পয়সা     [`\because`  1 টাকা = 100 পয়সা] 

  = 300:50 

   = 6:1 



4. একটি আধুলি, একটি এক টাকা ও একটি দু-টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি।


সমাধানঃ


একটি আধুলি = 50 পয়সা


একটি এক টাকা = 100 পয়সা


একটি দু-টাকার মুদ্রা = 200 পয়সা


আধুলি : এক টাকা: দু-টাকা =  50:100:200

                                      = 1:2:4


উত্তরঃ একটি আধুলি, একটি এক টাকা ও একটি দু-টাকার মুদ্রার মূল্যের অনুপাত 1:2:4


5. উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নুরজাহানের বয়স 12 বছর হলে, ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি।


সমাধানঃ


উমার বয়স = 12 বছর 6 মাস


= (12 x 12)+6 মাস


=150 মাস,


রাতুলের বয়স = 12 বছর 4 মাস


= (12 x 12) + 4 মাস


= 148 মাস


ও নুরজাহানের বয়স = 12 বছর


= (12 × 12) মাস


= 144 মাস


উমার বয়স: রাতুলের বয়স : নুরজাহানের বয়স


=150:148:144


= 75:74:72


উত্তরঃ তিনজনের বয়স্কের অনুপাত 75:74:72



6. সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি।


সমাধানঃ


সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির পরিমাপ হল  90°, 45°, 45°


.: কোণগুলির অনুপাত = 90°: 45° : 45°

           

                                =2:1:1


উত্তরঃ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:1:1



7. সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি।


সমাধানঃ


সমবাহু ত্রিভুজের কোণগুলির পরিমাপ হল  60°, 60°, 60°


.: কোণগুলির অনুপাত = 60° :  60° : 60°


                                =1:1:1


উত্তরঃ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:1


৪. পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7: 9; মানিকবাবুর বয়স 72 বছর হলে, পুলকবাবুর বয়স হিসাব করে লিখি।


সমাধানঃ


ধরি, পুলকবাবুর বয়স 7x ও মানিকবাবুর বয়স 9x


প্রশ্নানুসারে,


9x = 72


বা, x = 72


বা, x=8


`\therefore` পুলকবাবুর বয়স =( 7 × 8) বছর  = 56 বছর 


9. দুটি বইয়ের দামের অনুপাত 2:5; প্রথম বইটির দাম 32.20 টাকা হলে, দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি।


সমাধানঃ


ধরি, প্রথম বইটির দাম 2x টাকা 


ও দ্বিতীয় বইটির দাম 5x টাকা


প্রশ্নানুসারে,


 2x = 32.20


বা, x = `\frac{3220}{100\times2}`


বা, x = `\frac{1610}{100}`


x = 16.10


.. দ্বিতীয় বইটির দাম = (5 × 16.10) টাকা   = 80.50 টাকা 


10. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22: 7; যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি।


সমাধানঃ


বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য = 2 মিটার 1 ডেসিমিটার


= (2×10)+1 ডেসিমিটার


= 21 ডেসিমিটার


ধরি, বৃত্তের পরিধি 22x ডেসিমিটার ও ব্যাস 7x ডেসিমিটার


প্রশ্নানুসারে,


7x=21


বা ,  x = `\frac{21}{7}`


বা , x=3


: বৃত্তের পরিধি =( 22 × 3 ) = 66 ডেসিমিটার=  6 মিটার 6 ডেসিমিটার


উত্তরঃ বৃত্তের পরিধি 6 মিটার 6 ডেসিমিটার।



11. আমাদের সপ্তম শ্রেণিতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণিতে 140 জনের মধ্যে ৪০ জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণিতে প্রতিযোগী বেশি?


সমাধানঃ


সপ্তম শ্রেণিতে 150 জনের মধ্যে 90 জন


1 জনের মধ্যে `\frac{90}{150}` জন


ষষ্ঠ শ্রেণিতে 140 জনের মধ্যে ৪০ জন


1 জনের মধ্যে  `\frac{80}{140}` জন 


সপ্তম শ্রেণি: ষষ্ঠ শ্রেণি


= `\frac{90}{150}` : `\frac{80}{140}`


= `\frac{9}{15}` : `\frac{8}{14}`


= `\frac{9}{15}`×  `\frac{14}{8}`


= `\frac{3×7}{5×4}`


= `\frac{21}{20}`


= 21 : 20



উত্তরঃ সপ্তম শ্রেণিতে প্রতিযোগী বেশি।



12. দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যাদুটির গ.সা.গু. 13 হলে সংখ্যাদুটি কী কী?


সমাধানঃ


ধরি, প্রথম সংখ্যাটি 5x ও দ্বিতীয়টি 7x


এবং সংখ্যাদুটির গ.সা.গু. = 13


এখন,


5x ও 7x  এর গ.সা.গু. হবে = x



`\therefore` x = 13


: প্রথম সংখ্যাটি = 5 × 13 = 65


এবং  দ্বিতীয় সংখ্যাটি = 7 × 13 = 91 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot