Top GK Questions/gk / জেনারেল নলেজ প্রশ্ন / GENERAL KNOWLEDGE - MATH & SCIENCE PEPAR SOLVE
Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 23, 2024

Top GK Questions/gk / জেনারেল নলেজ প্রশ্ন / GENERAL KNOWLEDGE

  Top GK Questions/gk / জেনারেল নলেজ প্রশ্ন/ GENERAL KNOWLEDGE

 

    আমার সকল প্রিয় ছাত্র - ছাত্রী দের জন্য এই চ্যানেলটি খোলা । যাতে পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে তোমরা পারদর্শী হয়ে উঠতে পারো। আমি এখানে তোমাদের জন্য কিছু  গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর আমি দেবো , যেটা তোমাদের সকলের কাজে আসবে

 

 Top 40 GK

1.ভারতের দীর্ঘতম খাল কোনটি ?                  
উত্তরঃ ইন্দিরা গান্ধী ক্যানেল।

2.কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?
উত্তরঃ ১৮৫৬ সালে।   

3.ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ উমেশ চন্দ্র ব্যানার্জি।

4.পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

5.গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?
উত্তরঃ ক্লোরোপ্লাস্টে।

6.রেশনিং প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খিলজি।

7.৩৮. সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করেছে ?
উত্তরঃ ৬১তম সংশোধনী।

8.ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ গঙ্গা।

9.ভারতীয় সংবিধানের কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে ?
উত্তরঃ ৪০নং ধারায়।

10.HIV এর পুরো নাম কি ?
উত্তরঃ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস।

11.GST এর পুরো কথা কী ?
উত্তরঃ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স।

12.সিজদা ও পাইবস কে প্রবর্তন করেন ?
উত্তরঃ গিয়াস উদ্দিন বলবন।

13.ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয়?
উত্তরঃ হরিয়ানা

14.কোন রাজ্য সরকার প্রাকৃতিক বিপর্যয়কে রাজ্য বিপর্যয় হিসাবে ঘোষণা করেছে?
উত্তরঃ উত্তরপ্রদেশ

15.ভারতের কোন শহরে সর্বপ্রথম বিনামূল্যে 4G মোবাইল পরিষেবা চালু হয়েছে ?
উত্তরঃ কলকাতা ।

16.বাংলার অক্সফোর্ড' বলা হয়?
উত্তরঃ নদিয়া জেলাকে

17.সম্প্রতি কোন রাজ্যের পুলিশ DNA Index System চালু করেছে ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ ।

18.পৃথিবীর কোন দেশে এই প্রথম চালকহীন বাস গাড়ি চালু করা হয়েছে ?
উত্তরঃ  ফান্স ।

19.সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ভারতের কোন নদী দ্বীপকে বিশ্বের বৃহৎ নদী দ্বীপ বলে ঘোষণা করেছে ?
উত্তরঃ মাজুলি ।

20.কোন রাজ্যে বনাঞ্চলের শতকরা পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তরঃ সিকিম
 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot