Top 40 GK Questions/gk / জেনারেল নলেজ প্রশ্ন - MATH & SCIENCE PEPAR SOLVE
Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 23, 2024

Top 40 GK Questions/gk / জেনারেল নলেজ প্রশ্ন

 Top 40 GK Questions/gk Questions / জেনারেল নলেজ প্রশ্ন

 


    আমার সকল প্রিয় ছাত্র - ছাত্রী দের জন্য এই চ্যানেলটি খোলা । যাতে পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে তোমরা পারদর্শী হয়ে উঠতে পারো। আমি এখানে তোমাদের জন্য কিছু  গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর আমি দেবো , যেটা তোমাদের সকলের কাজে আসবে

 

Top 40 GK

 

1.পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি ?
উত্তরঃ হিমালয়।

2.ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয় ?  
উত্তরঃ ১১২নং ধারা।

3.URL এর পুরো নাম কি ?
উত্তরঃ ইউনিফর্ম রিসোর্স লোকেটর।

4.স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।  

5.গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?  
উত্তরঃ লালা হরদয়াল।

6. গান্ধিজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?
উত্তরঃ চম্পারণে।

7. সাবানের রাসায়নিক নাম কি?
উত্তরঃ সোডিয়াম স্টিয়ারেট।  

8.প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?                     
উত্তরঃ টেকচাঁদ ঠাকুর।

9.গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয় ?
উত্তরঃ পাকস্থলী।  

10.মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ জুডো।

11.কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
উত্তরঃ ভিটামিন C এর অভাবে।

12.কে শকারি উপাধি গ্রহণ করেন ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

13. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
উত্তরঃ ভিটামিন A এর অভাবে।

14.দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?             
উত্তরঃ ভেগাস।

15.সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
উত্তরঃ ঢোল গোবিন্দ।

16.PVC পুরো নাম কি ?
উত্তরঃ পলিভিনাইল ক্লোরাইড।

17.বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঢাকাতে।

18.JFM এর পুরো নাম কি ?
উত্তরঃ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট।

19.ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি ?
উত্তরঃ থর মরুভূমি।

20.ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ বম্বে।  

21.কুনিক উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ অজাতশত্রু

22.ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে ?
উত্তরঃ ১৭নং ধারা।

23.অ্যাসিড আবিষ্কার হয় কত সালে ?
উত্তরঃ ১৯৮১ সালে।

24.ভারতের বৃহত্তম মসজিদ কোনটি ?
উত্তরঃ দিল্লীর জামা মসজিদ।


25.ভারতের দীর্ঘতম সেতু কোনটি ?
উত্তরঃ বিহারের শোন নদীর সেতু।

26.নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ তবলা।

27.বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।

28.সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ?
উত্তরঃ ৩৫৬নং ধারা।  

29. কে শকাব্দ প্রবর্তন করেন ?
উত্তরঃ কনিষ্ক।

30.কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায় ?
উত্তরঃ ১৯২৮ সালে।

31.কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়েছিল ?  
উত্তরঃ ১৯১১ সালে।

32.ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?
উত্তরঃ হিরাকুঁদ।

33.রাজ্যসভার সদস্যের কার্যকাল মেয়াদ কত বছর ?  
উত্তরঃ ছয় বছর।

34.তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?    
উত্তরঃ কর্ণাটক।

35.সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ ইউরেনাসকে।

36.পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট।

37.স্মাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ব্যাডমিন্টন।

38.ভরত ছেত্রি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।

39.ভারতের বৃহত্তম বিমান বন্দরের নাম কি ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।

40.সলবাইয়ের সন্ধি কত সালে হয় ?
উত্তরঃ ১৭৮২ সালে।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot